home . about . others . শিক্ষনীয় গল্প
শ্রী কৃষ্ণ নীয়ে কীছু কথা
17-05-20 (05:10)
্রীকৃষ্ণ কে? ২.শ্রীকৃষ্ণ এত আকর্ষনীয় কেন? ৩.শ্রীকৃষ্ণ কোথায় অবস্থান করেন ? ৪.শ্রীকৃষ্ণ কেন আবির্ভূত হন ? ১.শ্রীকৃষ্ণ কে? উত্তর: শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, পরমব্রহ্মও অনাদির আদি। শ্রীকৃষ্ণই সকল সত্তার উৎস। শ্রীকৃষ্ণইআদি, মধ্য এবং অন্ত্য । সর্বকারনের পরম কারণ ।শ্রীকৃষ্ণ পূর্ণ-পুর্নম। ২. শ্রীকৃষ্ণ এত আকর্ষনীয় কেন? উত্তর: শ্রীকৃষ্ণ সর্ব ঐশ্বর্যে পূর্ণ । তাঁর মধ্যে*সকল ঐশ্বর্য *সকল শ্রী * সকল বীর্য *সকল জ্ঞান*সকল যশ *সকল বৈরাগ্য পূর্ণরূপে বিরাজমান । ৩. শ্রীকৃষ্ণ কোথায় অবস্থান করেন ? উত্তর: চিৎ জগতের গোলক বৃন্দাবনে শ্রীকৃষ্ণ স্বয়ংবিরাজমান।গোলক বৃন্দাবন বেষ্টনকারী অন্তহীনচিৎজগতের বৈকুন্ঠধামে শ্রীকৃষ্ণ চতুর্ভুজরূপী নারায়নরূপে বিরাজমান। শ্রীকৃষ্ণ মহাবিষ্ণুরূপে নিজেকে বিস্তারকরেন এবং এই সীমাবদ্ধ জড়ো বিশ্বব্রহ্মান্ডসৃষ্টিকরেন। শ্রীকৃষ্ণ প্রতিটি ব্রহ্মান্ডে গর্ভোদকশায়ী বিষ্ণুরূপেপ্রবেশ করেন এবং সেগুলিকে পরিচালনা করেন।শ্রীকৃষ্ণ প্রতিটি জীবসত্তা , জড়বস্তু , সক্রিয় কিংবানিস্ক্রিয়শরীরে ক্ষীরোদকশায়ী বিষ্ণুরূপেপ্রবেশ করেন এবং তাদের প্রতিপালন করেন। ৪. শ্রীকৃষ্ণ কেন আবির্ভূত হন ? উত্তর: যখন এবং যেখানে ধর্মীয় অনুশাসনের অধ:পতনঘটে এবং অধর্মের অভূত্থান ঘটে ঠিক তখনি সাধুদেরপরিত্রান করার জন্য এবং দুস্কৃতিকারীদের বিনাশ করার জন্যশ্রীকৃষ্ণ যুগে যুগে অবতীর্ণ হন । শ্রীকৃষ্ণ ব্রহ্মারজীবনাবস ানের একদিনে একবার বা প্রতি ৮৬০ কোটি বছর পর একবার আবির্ভূত হন । \লেখক কৃষ্ণ রায়
0 comment of posting শ্রী কৃষ্ণ নীয়ে কীছু কথা
27

no comment
» একটি শিক্ষনীয় গল্প সবাই পরবেন
» দয়া করে সবাই পরবেন জয় হরিবল
» শ্রী কৃষ্ণ নীয়ে কীছু কথা
» আসুন অশৌচ নিয়ে কিছু কথা জেনে নি
Name:

Comment:

Smilies List
online: 0 | hits: 367x
© pvlcms